নিউজ ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে ম্যাক্রোঁ দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন বলে ভোটের ফলাফলে জানা গেছে। চুড়ান্ত ধাপের নির্বাচনে ৫৮.২ ভাগ ভোট পরেছে ম্যাক্রোঁর পক্ষে। অপরদিকে ডানপন্থী নেতা মেরিন ল্য পেন পেয়েছেন ৪২ ভাগ ভোট।
এর আগে আজ রোববার স্থানীয় সময় সকাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ হয়। তবে এই নির্বাচনে তুলনামূলক ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছে স্থানীয় নির্বাচন অফিস।
২০০২ সালের পর থেকে প্রথমবারের মত প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পরপর দুবার নির্বাচিত হলেন। প্রথম পর্বে জয় পেলেও বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য দ্বিতীয় পর্বে জয়ী হওয়া কঠিন বলে মনে করছিলেন বিশ্লেষকরা। কিন্তু সব জল্পনা মিথ্যা প্রমাণ করে তিনি বেশ ভালোভাবেই জয় ছিনিয়ে নিয়েছেন।