নিজস্ব প্রতিবেদক: ইউরোপের জনপ্রিয় অনলাইন পত্রিকা আমাদের কথার আয়োজনে পত্রিকাটির প্রকাশক ফাতেমা খাতুন এর অর্থায়নে এবারও দেশের দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ঈদ উপহার বিতরণ হবে। গেল কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে এমন ঈদ উপহার বিতরণ করা হয়ে আসছে পত্রিকাটির উদ্যোগে।
প্রশংসনীয় এ উদ্যোগ এর বিষয়ে ফাতেমা খাতুন বলেন, কোন কিছু পাওয়ার জন্য নয়; বরং ঈদ আসলে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ। ঈদের উপহার সামগ্রী নিয়ে ফেরার সময় সাধারণ মানুষের মুখে যে হাসি এটি আমার জন্য পরম তৃপ্তির। প্রতি ঈদে প্রায় শতাধিক পরিবারকে পত্রিকাটির উদ্যোগে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়।