নিউজ ডেস্ক: বুধবার সেঞ্চুরিয়নে ১৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জিতেছে বাংলাদেশ, যা অবিশ্বাস্য ও অবিস্মরণীয়।
আর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের দিনে পুরস্কার হিসেবে বাংলাদেশ দলের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি।
সেঞ্চুরিয়নে বাংলাদেশের খেলা দেখতে যাওয়া বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
বিসিবির এ কর্মকর্তা জানান, বিদেশের মাটিতে এমন ঐতিহাসিক জয়ের পরই বোর্ড সভাপতি নাজমুল হাসান ক্রিকেটারদের পুরস্কৃত করার ঘোষণা দেন।
জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য। এটি অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি। এ জয়ের পর পর খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন তাদের জন্য।’
এত বড় অর্জনে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন বলে জানান তিনি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমার স্পিকার (মোবাইল ফোন) অন করে দিয়েছিলাম। সভাপতি (নাজমুল হাসান) সাহেব পুরো দলের সঙ্গে কথা বলেছেন। সবাই খুশি। প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটি অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’