নিউজ ডেস্ক: সিন্দ্রা আমিন যেভাবে ব্যাট করছিলেন, এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি সহজেই জিতে যাবে পাকিস্তান নারী দল। কিন্তু অসাধারণ এক স্পেলে খেলার মোড় ঘুরিয়ে দেন লেগস্পিনার ফাহিমা খাতুন। ৮ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনিই।
ফাহিমার ৩ উইকেট এসেছে মাত্র ৪ বলের মধ্যে। ৪২তম ওভারের শেষ বলে ওমাইমা সোহেলকে ফিরিয়ে শুরু। এরপর ৪৪তম ওভারের দ্বিতীয় বলে আলিয়া রিয়াজ এবং তৃতীয় বলে ফাতিমা সানার উইকেট তুলে নেন ফাহিমা।
ওই ওভারের শেষ বলে রানআউটে কাটা পড়েন সিদ্রা নাওয়াজ। এর আগের ওভারে রুমানা আহমেদ সাজঘরে ফেরান নিদা দারকে। অর্থাৎ ১৩ বল ও ৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান।
ম্যাচটা এ জায়গাতেই হেরে গেছে তারা। জয়ের পর ফাহিমাকে জিজ্ঞেস করা হয়েছিল তার বোলিং পরিকল্পনা নিয়ে। জবাবে এ লেগস্পিনার বলেছেন, ‘আমি সবসময়ই দলের হয়ে খেলতে প্রস্তুত।
আমি একটুও নার্ভাস ছিলাম না। নিজের পরিকল্পনা মাফিক বল করেই সাফল্য পেয়েছি। এটা ছিল একটা স্পোর্টিং উইকেট।’ ১৯ ওয়ানডে ক্যারিয়ারে ফাহিমা উইকেট নিয়েছেন ১১টি। এর আগে তার সেরা বোলিং ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, বেলফাস্টে ১৩ রানে নিয়েছিলেন ২ উইকেট।
আর পাকিস্তানের বিপক্ষে আগের ৫ ম্যাচে তার উইকেট ছিল মাত্র ২টি। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেও খেলার সুযোগ হয়নি তার। তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়েই হয়ে গেলেন ইতিহাসের অংশ। ফাহিমা বলেন, ‘আমি সত্যিই অনেক এক্সাইটেড। খুবই খুশি লাগছে। দলের হয়ে সর্বদা পারফর্ম করতে চাই।’