1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তারেক রহমান সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় পরিবার তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর আয়েবা সভাপতি ড. জয়নুল আবেদিনের মৃত্যুতে মহাসচিব এনায়েত উল্লাহর শোক বাংলাদেশের প্রথম ‘সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ সালাউদ্দিন সেলিম এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ

প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিরসনের উদ্যোগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: দক্ষিণ ইউরোপের দেশ গ্রিসে বর্তমানে ৩৫ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করেন। কিন্তু এদের মধ্যে সিংহভাগই অনিয়মিত। নেই কোনো বৈধ কাগজপত্র। এমনকি অনেক প্রবাসীই আছেন যাদের ইউরোপে বৈধতা তো দূরের কথা তাদের কাছে নেই নিজ দেশের জাতীয় পরিচয়পত্রসহ পাসপোর্ট।

কারণ ১০ থেকে ১৫ বছর আগে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে অবৈধ পথে গ্রিসে প্রবেশ করেছেন এমন বহু বাংলাদেশি রয়েছেন। এনালগ পাসপোর্টের যুগে তারা আসার সময় সেই পাসর্পোট সীমান্তে ফেলে এসেছেন কিংবা দালাল জোরপূর্বক রেখে দিয়েছেন। কিন্তু তারা এখন সঠিক উপায়ে পাসপোর্ট না করতে পেরে হতাশায় ভুগছেন এবং পাসপোর্টের মতো বিশেষ জাতীয় পরিচয়পত্র না থাকতে বৈধতা পেতে হিমশিম খাচ্ছেন।

বাংলাদেশ থেকে আগত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু (এমপি ), স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সাবেক পুলিশের আইজিপি নূর মোহাম্মদ (এমপি) ও বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ প্রবাসীদের নানামুখী প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়া তারা পাসপোর্ট সংক্রান্ত সকল জটিলতা নিরসনে কাজ করার আশ্বাস দিয়েছেন। এতে করে দীর্ঘদিন ধরে চলা প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এ উদ্যোগে অত্যন্ত আনন্দিত। এ ধরনের উদ্যোগ নেয়ায় তারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সরকারের এ কাজে তারা যেকোনো রকম সহায়তা করবেন বলেও আগ্রহ প্রকাশ করেন।

এক জরিপে দেখা গেছে, পাসপোর্টে নিজের নাম, পিতা-মাতার নাম, বয়স, ঠিকানাসহ বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন বা কেউ কেউ আংশিক পরিবর্তন করতে চান। তবে অনেকেই তথ্যাদি আমূল বদলে ফেলতে চান। যেমন ১ থেকে ২০ বছর পর্যন্ত বয়স পরিবর্তনের আবেদনও করছেন দূতাবাসে। এর কারণ জাতীয় পরিচয়পত্রের তোয়াক্কা না করে কয়েক বছর আগে দালালদের মাধ্যমে পাসপোর্ট করে বিদেশে পাড়ি জমিয়েছেন অনেকে।

যাদের অনেকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) উল্লেখিত স্থায়ী ও বর্তমান ঠিকানার সঙ্গে পাসপোর্টে উল্লেখিত ঠিকানার কোন মিল নেই। অনেকের ঠিকানাই হয়তো খুঁজে পাওয়া যাবে। দালালরা চুক্তিতে এসব পাসপোর্ট তৈরী করে দেয়ার পর যারা এনিয়ে বিদেশে গেছেন তারা পড়েছেন বিপাকে। ওইসব পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় নবায়নের আবেদন করলে এনআইডির সঙ্গে তথ্যে গড়মিল থাকায় নতুন পাসপোর্ট হচ্ছে না। ডিটেনশন সেন্টারগুলোতে পাসপোর্ট না থাকার কারণে অযথা জেল খাটছেন মাসের পর মাস। এমন নানা সমস্যার বেড়াজালে আটকে আছে অনেক প্রবাসীর ভাগ্যের চাকা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys