 
																
								
                                    
									
                                 
							
							 
                    নিউজ ডেস্ক: উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংশিয়াং প্রদশের রাজধানী হারবিনের এক হাসপাতালে সুস্থ সন্তান প্রসব করেছেন করোনাভাইরাস আক্রান্ত এক মা। চীনের জাতীয় দৈনিক চায়না ডেইলির অনলাইন প্রতিবেদনে এই খবর পাওয়া গেছে।
হারবিন নগর স্বাস্থ্য কমিশন সোমবার জানিয়েছে, নবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি এক অন্তঃসত্ত্বা নারী হারবিনের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ একদল চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি এক সুস্থ সন্তান প্রসব করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, গত ৩০ জানুয়ারি করোনাভাইরাস আক্রান্ত ওই নারী সন্তান প্রসব করেন। নবজাতকটি সম্পূর্ণ স্বাভাবিক। তার ওজন ৩ কেজির কিছু বেশি। জন্ম নেয়ার পরপরই বাচ্চাটির আপগার স্কোর ছিল দশ। নির্জনে রেখে বেশ কয়েদিন নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। দুজনই এখন সুস্থ।
প্রসূতি, শ্বাসকষ্ট এবং নিউনোটোলজি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত চিকিৎসক দলের বিশেষ তত্ত্বাবধানে ছিলেন অন্তঃসত্ত্বা ওই নারী। মা ও শিশুর শারীরিক অবস্থার যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য ওই চিকিৎসকদল ‘সিজার’ করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, সফল অস্ত্রোপচারের মাধ্যমে গত ৩০ জানুয়ারি সন্তান জন্ম দেন ওই নারী।
অস্ত্রোপচারসহ ওই নারীর চিকিৎসায় নিয়োজিত মেডিকেল কর্মীদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে অপারেশনের সঙ্গে জড়িত সবাইকে নির্জন স্থানে রেখে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া দুইবার পরীক্ষা করার পরও নবজাতকের শরীরে করোনাভাইরাসের কোনো উপস্থিতি ধরা পড়েনি।