নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর চলে গেছেন। তার গান শুনে একবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুও কেঁদেছিলেন।
১৯৬৩ সালের ২৭ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের ঠিক পরের দিন দিল্লির রামলীলা ময়দানে মঞ্চে বসে লতার গান শুনেছিলেন নেহরু। হাজার হাজার জনতার সামনে লতা গাইছিলেন ‘অ্যায় মেরে ওয়তন কে লোগো…’ লতার গান শুনে মঞ্চে বসে সেদিন প্রকাশ্যেই হাপুস নয়নে কেঁদেছিলেন নেহরু।
তার মাস কয়েক আগেই ১৯৬২ সালের নভেম্বরে শেষ হয়েছে কাশ্মীরের সীমান্তে ভারত-চীনের যুদ্ধ। তখনো ভারতীয়দের মনে দগদগে যুদ্ধের স্মৃতি। এক মাস ধরে চলা সেই যুদ্ধে পরাজিত হয়েছে ভারত। নেহরু ঘনিষ্ঠরা বলেছেন, সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নেহরু। তার প্রভাব পড়তে শুরু করেছিল তার শরীরেও। লতার গান শুনে সম্ভবত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি সেদিন।
পরে অনুষ্ঠান শেষ হলে লতাকে ডেকে তার আবেগের কথা জানাতেও ভোলেননি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী। শোনা যায়, লতাকে সেদিন নেহরু বলেছিলেন, ‘আপনি তো আমাকে কাঁদিয়ে দিলেন।’