নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন পরিপ্রেক্ষিত বিবেচনায় পেছন ফিরে তাকালে আমাদের স্বস্তির অনেক কারণ পাওয়া যায়। বিগত ৫০ বছরে আমাদের অর্জন অসামান্য। এখন বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানজনক দেশ ও রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের আরও গভীর মনোযোগ দেয়ার প্রয়োজন রয়েছে সেটিও বলার অপেক্ষা রাখে না। এসব নানা বিষয় নিয়ে হতে যাচ্ছে এক বিশেষ টক শো অনুষ্ঠান।
প্রবাসীদের জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘আমাদেরকথার’ আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী -প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কথা বলবেন বিশিষ্ট রাজনীতিবিদগন। তাদের কথায় নিশ্চয়ই উঠে আসবে মূল্যবান বক্তব্য। বিশেষ এই ‘টক শো’ তে অতিথী থাকবেন, এম এ কাশেম, সভাপতি , ফ্রান্স আওয়ামী লীগ।
এম এ তাহের, সাধারন সম্পাদক, ফ্রান্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন খ্যাতিমান সাংবাদিক মো লুৎফুর রহমান বাবু। অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে ‘আমাদেরকথা’ ফেইসবুক পেইজে। আগামীকাল ২৮শে ডিসেম্বর, মঙ্গলবার
ফ্রান্স সময় বিকেল ৪ টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।
ফেইসবুক লিংক: https://www.facebook.com/Amaderkotha-632052633511086