নিউজ ডেস্ক: বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজ খেলে ফের ছুটি নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ দল যখন মুমিনুল হকের নেতৃত্বে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন তখন সাকিব যুক্তরাষ্ট্রে সময় দিচ্ছেন তার পরিবারকে।
জাতীয় দলের খেলা রেখে কেন পরিবারকে সময় দিচ্ছেন, এক সাংবাদিককে তার তার ব্যাখ্যা দিয়েছেন। তা বলতে গিয়ে কষ্টের ডালা খুলে বসেন সাকিব।
এরই মধ্যে অন্যরকম এক তথ্য দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জানান, তার মেজো মেয়ে মনে করে তার বাবা টিভিতে থাকেন। বাবাকে এখনও চিনতে পারেনি সে। তাই ভুলে মামা ডাকে বাবাকে (সাকিব)।
বায়োবাবলে থেকে দীর্ঘসময় পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকা যে কতটা মানসিক চাপের সে কথাই বোঝাতে চাইলেন সাকিব।
বললেন, ‘আমার বাকি দুই সন্তানতো খুব ছোট, তবে অ্যালাইনার জন্য খুব কঠিন। ওর জন্য বেশি ঝামেলা হয়। ছোট দুইজন অনেক দিন থেকেই দেখছে আমি অন অ্যান্ড অফ, অন অ্যান্ড অফ। যেমন আমি যাওয়ার পর আমার মেজো মেয়ে আমাকে ডাকছে ‘মামা’ ‘মামা’ করে। আপনি চিন্তা করেন, বাপকে যদি মামা-মামা বলে ডাকে তো কেমন লাগে! ও দেখেছে ওর বাপ টিভিতে, ভেবেছে ওর বাপ টিভিতেই আছে। যে আসছে, সে আরেকটা মামা। আসার তিন দিন আগে থেকে বাবা-বাবা ডাকা শুরু হয়েছে, কিন্তু আমি চলে আসলাম। আবার যখন যাব; তখন চাচা, মামা, খালুও ডাকতে পারে। মানুষ ওগুলো অত বুঝবে না, যতক্ষণ না সে আমার জায়গায় আসবে। এ কারণে কে কী বলল, এটা নিয়ে আমি ভাবি না।’