নিউজ ডেস্ক: বৃটেন থেকে থেকে আসা ভ্রমণকারীদের জন্য কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে ফ্রান্স। বৃটেনে ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই কড়াকড়ি আরোপ করা হচ্ছে। গত বুধবার বৃটেনে একদিনে ৭৮ হাজার মানুষের কোভিড শনাক্ত হয়েছে। এটি দেশটির জন্য মহামারি শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। বৃটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুতই কোভিড ছড়ানোয় সবথেকে প্রভাবশালী ভ্যারিয়েন্ট হতে যাচ্ছে ওমিক্রন। ফলে ফ্রান্স এখন নিজ দেশে ওমিক্রনের বিস্তারের লাগাম টানতে বৃটিশ ভ্রমণকারীদের উপরে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে।
এ নিয়ে ফ্রান্স সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আটাল বিএফএম-টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে কোভিড নিয়ন্ত্রণে আমাদের যেসব পদ্ধতি চালু আছে, আমরা এর থেকেও কঠিন পদ্ধতি আনতে যাচ্ছি। এখন থেকে বৃটেন থেকে কেউ ফিরে এলে তাকে অবশ্যই ভ্রমণের একদিন আগের কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
বিবিসির খবরে জানানো হয়েছে, শনিবার মধ্যরাত থেকে এই নিয়ম চালু হবে। এরপর বৃটেন থেকে কেউ ফ্রান্সে প্রবেশ করতে চাইলে এ জন্য অবশ্যই জরুরী কারণ দেখাতে হবে। যদি পরিবারের সঙ্গে দেখা করার মতো বিষয় হয় তাহলে অনুমতি মিলবে। তবে কোনো ধরণের পর্যটক প্রবেশ করতে পারবে না। আবার অনুমতি মিললেও সকলের জন্য সর্বশেষ ২৪ ঘন্টার মধ্যে টেস্ট করা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এরপর ফ্রান্সে প্রবেশের পর আবার এক সপ্তাহ আইসেলশনে থাকতে হবে তাদের। তবে ফ্রান্সে প্রবেশের পর দ্বিতীয় আরেকটি কোভিড টেস্ট করে ফলাফল নেগেটিভ এলে ৪৮ ঘন্টা পর কোয়ারেন্টিন শেষ করার সুযোগও থাকছে। ভ্যাকসিন দেয়া থাকুক বা না থাকুক সবার জন্যই এই নিয়ম জারি থাকবে বলে জানিয়েছে বিবিসি। উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের ৭৭ দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।