চয়নিকা চৌধুরী: বর্তমানে বাংলাদেশ শিক্ষিত বেকার লোকের সংখ্যা বেড়েই চলেছে।সবার লক্ষ্য একটাই পড়ালেখা শেষ করে চাকরি করবে। কিন্তু দেখা যায়,প্রতিবছর যেসব শিক্ষিত লোক চাকরির বাজারে যুক্ত হচ্ছেন,তাদের উপযোগী চাকরি নেই।তাছাড়া বছরে বছরে দেশে স্নাতক পাস শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে।যার ফলে জাতি শিক্ষিত হচ্ছে ঠিকই কিন্তুু রাষ্ট্র তাদের যথাযথভাবে কাজে লাগাতে পারছে না। এতে করে দেশে বেকার লোকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।
কিন্তু এই বেকারত্ব দূরীকরনে মানুষ এখন কম্পিউটার কে একমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কম্পিউটার এর জগৎটা হচ্ছে এক বিশাল নেটওয়ার্কের জগৎ।এখানে শুধু কম্পিউটার কে ইন্টারনেট এর সাথে জুড়ে দিলেই হলো।
কম্পিটার কে অবলম্বন করে ইন্টারনেটে বেকার লোকেরা তাদের আয়ের পথ খুলে নিয়েছে। আর এখানে আয় করে অনেক লোক তাদের পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে,সাবলম্বী জীবনযাপন করছে।
তাছাড়া বর্তমানে একটি আয়ের জনপ্রিয় উৎস হচ্ছে ফ্রিল্যান্সিং। দেশের অধিকাংশ বেকার যুবক/যুবতী এই ফ্রিল্যান্সিং কাজ করে লক্ষ লক্ষ টাকা আয় করছে। তারা ঘরে বসেই বিদেশী
ক্লায়েন্টদের কাজ করে লক্ষাধিক টাকা আয় করছে। আর এইটা একমাত্র সম্ভব হচ্ছে কম্পিউটার এর জন্য। সত্যিকথা বলতে, দেশের অধিকাংশ বেকার লোকেরাই কম্পিটারকে ব্যবহার করে তাদের বেকারত্ব ঘুচাতে পেরেছে।