নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দেওয়া হবে, কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে বিদেশি কূটনীতিকদের সমসাময়িক নানা বিষয়ে ব্রিফ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশের অভ্যন্তরে যেকোনো ধরনের চিকিৎসা সেবা নিতে পারবেন। তবে তিনি যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তাই বিদেশ যেতে পারবেন না। তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বিদেশে পাঠানো যাবে বলে জানান মন্ত্রী।
গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। গতকাল রোববার তার শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
সংবাদ সম্মেলনে চিকিৎসক দলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া এখন স্টেবল আছেন। তবে প্রতিবার রক্তক্ষরণের সময় মৃত্যুর মুখে যাচ্ছেন তিনি। চিকিৎসকরাও এখন অসহায় বোধ করছেন।’তিনি আরও বলেন, ‘আমরা আশঙ্কা করছি ম্যাডামের যদি পুনরায় পাকস্থলীতে রক্তক্ষরণ হয় তাহলে সেটা বন্ধ করার মতো সাপোর্টিং টেকনোলজি আমাদের এখানে নেই। সে ক্ষেত্রে ওনার যদি আবার রক্তক্ষরণ হয়, তাহলে মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যাবে।’