নিজস্ব প্রতিনিধি: ১২ দিনের সরকারী সফরে কুলাউড়ায় আসবেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু । আজ তিনি ঢাকা থেকে সড়ক পথে মৌলভীবাজার কুলাউড়ায় আসবেন । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা যায়, আজ মঙ্গলবার (০৯ নভেম্বর ) সকালে ঢাকা থেকে সড়ক পথে মৌলভীবাজার কুলাউড়ায় যাবেন তিনি ।
জানা যায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কুলাউড়ায় সফর উপলক্ষে মৌলভীবাজার জেলায় সামাজিক সংগঠন ও স্কুল কলেজ এবং মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠানে মতবিনিময় করবেন। কুলাউড়া উপজেলা কমপ্লেক্স প্রাংগনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন । ১০ নভেম্বর বুধবার নয়া বাজার কে সি স্কুল এন্ড কলেজ শিক্ষক মন্ডলী,অভিবাবক ও ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন । ঐ দিন কানি হাটি উচ্চ বিদ্যালয়ে , এম এ আহাদ কলেজে শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় করবেন ।
১১ নভেম্বর বৃহস্পতিবার টিলাগাও এ এন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিলে যোগদান করার কথা রয়েছে । ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর উপহার হিসাবে সমাজ কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক ২৯ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ৫৯ জন ব্যক্তির মধ্যে এককালিন আর্থিক অনুদানের চেক প্রদান । ১৪ নভেম্বর নিজামি বিশকুটি দাখিল মাদ্রাসার ও এতিমখানার শিক্ষক ও অভিবাবক এবং ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় । ১৫ নভেম্বর জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষ ও স্কুল ব্যবস্থপনা কমিটির সাথে মতবিনিময় করবেন ।
১৭ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বারের কবরস্থানে পুষ্পার্ঘ অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাত , এছাড়া আব্দুল জব্বারের ৭৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল গরিব দুস্থদের মাজে খাবার বিতরন করবেন বলে যানাগেছে ।