নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে র্যাব-৯ ক্যাম্পের সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানাতে পারেনি র্যাব। রোববার ভোর রাতে মাইজদিহি চা বাগানের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) বসু দত্ত চাকমা জানান, তাদের কাছে তথ্য ছিল মিরতিংগা চা বাগান ও কমলগঞ্জ মরিতিংগা চা বাগানের সীমানার পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে। খবর পেয়ে রোববার ভোর রাতে মাইজদিহি চা বাগানের পাহাড়ি এলাকায় টহলকালে র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোঁড়া হয়। এ সময় র্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন।
তিনি জানান,তাদের সাথে আরো কিছু সন্ত্রাসী ছিল বলে মনে হচ্ছিল। তাদের কাছ থেকে কিছু অস্ত্র, গুলি ও রাম দা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গোলাগুলি বন্ধের কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের দু’জনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ জামাল জানান, র্যাব -৯ শ্রীমঙ্গল ক্যাম্প থেকে দুটি লাশ পাঠানো হয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র : ইউএনবি