1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন ও মিলন মেলা সম্পন্ন সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা ফ্রান্সে মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের উদ্যোগে কানাডা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিম আহমেদকে সংবর্ধনা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ফ্রান্সে ফ্রান্সে শিশুতোষ ‘ইপিএস কমিউনিটি মেধা অন্বেষণ’ অনুষ্ঠান সম্পন্ন অভিভাবক সমাবেশে শিক্ষার আলো ছড়াল বাংলাদেশ কমিউনিটি মসজিদ প্যারিসে ২৫তম ট্রপিক্যাল কার্নিভাল উদযাপন ফ্রান্সের চাহিদাসম্পন্ন পেশার জন্য দরকারি তথ্য

করোনা জয়ের দ্বারপ্রান্তে ইতালি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাস মোকাবিলায় জয়ের পথে রয়েছে ইউরোপের দেশ ইতালি। গতকাল সোমবার ছিল দেশটির জন্য একটি বিশেষ দিন। কারণ, দীর্ঘ দেড় বছর পর দেশটিতে মাস্ক মুক্ত হয়ে নাগরিকদের বাইরে যাওয়ার অনুমতি মেলেছে এদিন। একইসঙ্গে দেশটিতে গতকাল ‘নিম্নঝুঁকিপূর্ণ’ অঞ্চল হিসাবেও ঘোষণা করা হয়েছে। মৃত্যুপুরী থেকে ফিরে আসা দেশটির জাতির জন্য দিনটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত করেছে ইতালি সরকার।

করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে ইতালির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় লাশের সারি দেখা গেছে। বার্গামো শহরের রাস্তায় সারি সারি লাশের গাড়ি ও মর্গে উপচে পড়া কফিন পরিবহনের সেনাবাহিনীর ছবি বিশ্বজুড়ে ভীতি সৃষ্টি করেছিল। করোনার ভয়াল থাবায় দেশটিতে ধাপে ধাপে দেওয়া হয়েছিল লকডাউন।

সরকারের নৈপুণ্য পারদর্শিতায় করোনা পরিস্থিতি উন্নতি হতে থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ইতালি। প্রাণ ফিরে আসে জনজীবনে। ধাপে ধাপে সরকারের দেওয়া বিধিনিষেধ শিথিল করা হয়। চালু করা হয় সকল ব্যবসা প্রতিষ্ঠান।

দেশটির স্থানীয় পত্রিকাগুলো বলছে, গতকাল পর্যন্ত দেশে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা ছিল। সেটি শিথিল করা হয়েছে। তবে সর্বত্র মাস্কের ওপর বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়নি। ঘর থেকে বের হলে মাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে জনগণকে। অধিক ভিড়, সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা এবং বিশাল জনসমাগমে মাস্ক পরিধানের নির্দেশনাও দেওয়া হয়েছে।

গতকাল থেকে কার্যকর হওয়া এক আদেশে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২০টি অঞ্চলকে ‘হোয়াইট জোন’ ঘোষণা করেছে। এ ঘোষণায় ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে এখন পর্যন্ত কোভিড টিকা নিয়েছে এক-তৃতীয়াংশ নাগরিক। এ ছাড়া গত রোববার পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ জন, আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৮ হাজার ৪৫৬।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys