নিউজ ডেস্ক: দেশের আট হাজার নৌ-শ্রমিকের জন্য প্রণোদনা চান লঞ্চ মালিকরা। পাশাপাশি ব্যাংক ঋণের ক্ষেত্রে ৪ শতাংশ হারে সুদ চান তারা। শনিবার বেলা ১২টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে পরিচালনা পর্ষদের জরুরি এক সভায় এসব দাবি তোলা হয়।
অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল, সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, শহীদুল ইসলাম ভূঁইয়া, মামুনর রশিদ, আবদুল জব্বার প্রমুখ।
সভায় উপস্থিত সংস্থার সহসভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সুন্দরবন নেভিগেশন গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, সরকারের কর্মসূচির সঙ্গে আমরা একমত। আমরা লঞ্চ চলাচল বন্ধ রাখব। কিন্তু সারা দেশে আমাদের ছোট-বড় ৭০০ লঞ্চের আট হাজারের বেশি শ্রমিক রয়েছেন। তাদের কথা আমাদের বিবেচনা করতে হবে। আমাদের শ্রমিকদের প্রণোদনা দিতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যেন সহজ সুদে ব্যাংক ঋণ পাই সে বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছি।