নিউজ ডেস্ক: ম্যাচ চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়া ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন বেঁচে আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। জ্ঞান ফেরার পর সতীর্থদের সঙ্গে ফেস অ্যাপের মাধ্যমে কথাও বলেছেন তিনি। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, ডেনমার্কের সাবেক ফুটবলার ও ক্রীড়া সাংবাদিক পিটার মুলার ড্যানিশ ফুটবল অ্যাসোশিয়েশনকে জানিয়েছেন, ‘আমরা তার সাথে যোগযোগ রাখছি এবং সতীর্থরাও তার সাথে কথা বলেছে’।
এর আগে, গতকাল শনিবার মধ্যেরাতে ইউরোর ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ডেনমার্ক। ম্যাচের ৪৩ মিনিটের সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। এরপর সতীর্থ ও মেডিকেল টিমের সদস্যরা ধরাধরি করে এরিকসনকে নিয়ে যান মাঠের বাইরে। পরে তাকে পার্শ্ববর্তী রিগস্পোপিতলেট নামক একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালটিতেই চিকিৎসা চলেছে এই ড্যানিশ ফুটবলারের।