নিউজ ডেস্ক: কুলাউড়ার হাকালুকি হাওরে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। কিন্তু শ্রমিকসংকট থাকায় বিপাকে পড়েছেন তারা। ফলে তারা পার্শ্ববর্তী চা-বাগানের শ্রমিকদের দিকে ঝুঁকছেন।
জলিল, আজিজ, তাহিরসহ একাধিক চাষি জানান, অধিক পারিশ্রমিক দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। চা-শ্রমিকরাই এখন আমাদের ভরসা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, এবার বোরোর ভালো ফলন হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী জানান, শ্রমিকসংকট যাতে না হয় সেজন্য চা-বাগান ব্যবস্থাপক ও শ্রমিক পঞ্চায়েতকে লিখিতভাবে সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে।