নিউজ ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রিতে ফের করোনার থাবা। একের পর এক আক্রান্ত হচ্ছেন তারকারা। এরইমধ্যে এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপারস্টার জিৎ। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
শুভশ্রী জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তার বাচ্চা যুভান সুস্থই আছে।
প্রসঙ্গত, আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয় দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের।