1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

‌আমি তোমাকে ভালোবাসি জানুক দুনিয়া: পরীমনি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১ মে, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকার চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। দর্শকেরা তার অ’ভিনয়গুণের পাশাপাশি রূপের প্রশংসায় পঞ্চ’মুখ। লাইট-ক্যামেরার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বরাবরই খবরের শিরোনামে থাকেন এই গ্ল্যামা’র কন্যা। ভক্তদের সঙ্গে নিজের সব কাজই ভাগ করে নিতে পছন্দ করেন তিনি। আর একবারও এর ব্যতিক্রম কিছু হলো না।
সোমবার (২৬ এপ্রিল) নিজের ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন এ নায়িকা। যেখানে দেখা গিয়েছে একটি প্রাইভেট বোটের চালকের আসনে দেখা গিয়েছে তাকে।

এবার বাজপাখি হাতে দেখা গেল পরীমনিকে। বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুকে পেজে তিনটি ছবি পোস্ট করেন এ লাস্যময়ী। সেখানে দেখা যায়, একটি বাজপাখি তার হাতের ওপর বসে আছে। আর পাখিটির দিকে গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন পরীমনি।

বাজপাখিটির সঙ্গে তার ভালোই সখ্য লক্ষ্য করা গেছে ওই ছবিগুলোতে। এ সময়ে পরীর মুখ ছিলো কাপড় দিয়ে ঢাকা। এর এমন ছবির নিচে অনেকেই কমেন্ট করে হাবিবি লুকে বেশ ভালই মানিয়েছে এই লাস্যময়ীকে।

অ’ভিনেত্রীর ফেসবুক পেজের দেওয়া লোকেশন বলছে, পরীমনি অবস্থান করছেন সংযু’ক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে ভ্রমণের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।

এর আগে ম’রোক্কান গায়ক সাদের একটি ছবি শেয়ার করে পরীমনি লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি। জানুক দুনিয়া। পরীর এ পোস্টে শোরগোল পড়ে গিয়েছিল ভক্তদের মাঝে। অনেকে মনে করেছিলেন সত্যি সত্যি তার প্রে’মে পড়েছেন পরী। খামখেয়ালিতে বেশ নামডাক আছে পরীমনির।

২০১৬ সালে ‘স্বপ্নজাল’ সিনেমা’র শুটিং চলাকালে ডা’কাতিয়া নদীর পাড়ে হঠাৎ আংটিবদল করেন। তারপর চুটিয়ে প্রে’ম করেছেন। যদিও পরে তার কোনো খবর পাওয়া যায়নি।

গত বছর মা’র্চে হঠাৎ করেই পরী জানান, তিন টাকা কাবিনে নির্মাতা কাম’রুজ্জামান রনিকে বিয়ে করেছেন তিনি। এ বিয়েও বেশিদিন টেকেনি বলে খবর ছড়িয়ে পড়েছিল শোবিজে। তারপর থেকে পরী একলা চলো নীতিতে হাঁটছেন। কাজ করছেন, ঘুরছেন, জীবনটাকে উপভোগ করছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে এমনটাই ধারণা পাওয়া গেছে।

ঢাকার চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। দর্শকেরা তার অ’ভিনয়গুণের পাশাপাশি রূপের প্রশংসায় পঞ্চ’মুখ। লাইট-ক্যামেরার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি।

বরাবরই খবরের শিরোনামে থাকেন এই গ্ল্যামা’র কন্যা। ভক্তদের সঙ্গে নিজের সব কাজই ভাগ করে নিতে পছন্দ করেন তিনি। আর একবারও এর ব্যতিক্রম কিছু হলো না।

সোমবার (২৬ এপ্রিল) নিজের ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন এ নায়িকা। যেখানে দেখা গিয়েছে একটি প্রাইভেট বোটের চালকের আসনে দেখা গিয়েছে তাকে।

এবার বাজপাখি হাতে দেখা গেল পরীমনিকে। বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুকে পেজে তিনটি ছবি পোস্ট করেন এ লাস্যময়ী। সেখানে দেখা যায়, একটি বাজপাখি তার হাতের ওপর বসে আছে।

আর পাখিটির দিকে গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন পরীমনি। বাজপাখিটির সঙ্গে তার ভালোই সখ্য লক্ষ্য করা গেছে ওই ছবিগুলোতে। এ সময়ে পরীর মুখ ছিলো কাপড় দিয়ে ঢাকা। এর এমন ছবির নিচে অনেকেই কমেন্ট করে হাবিবি লুকে বেশ ভালই মানিয়েছে এই লাস্যময়ীকে।

অ’ভিনেত্রীর ফেসবুক পেজের দেওয়া লোকেশন বলছে, পরীমনি অবস্থান করছেন সংযু’ক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে ভ্রমণের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।

এর আগে ম’রোক্কান গায়ক সাদের একটি ছবি শেয়ার করে পরীমনি লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি। জানুক দুনিয়া। পরীর এ পোস্টে শোরগোল পড়ে গিয়েছিল ভক্তদের মাঝে। অনেকে মনে করেছিলেন সত্যি সত্যি তার প্রে’মে পড়েছেন পরী। খামখেয়ালিতে বেশ নামডাক আছে পরীমনির।

২০১৬ সালে ‘স্বপ্নজাল’ সিনেমা’র শুটিং চলাকালে ডা’কাতিয়া নদীর পাড়ে হঠাৎ আংটিবদল করেন। তারপর চুটিয়ে প্রে’ম করেছেন। যদিও পরে তার কোনো খবর পাওয়া যায়নি।

গত বছর মা’র্চে হঠাৎ করেই পরী জানান, তিন টাকা কাবিনে নির্মাতা কাম’রুজ্জামান রনিকে বিয়ে করেছেন তিনি। এ বিয়েও বেশিদিন টেকেনি বলে খবর ছড়িয়ে পড়েছিল শোবিজে। তারপর থেকে পরী একলা চলো নীতিতে হাঁটছেন। কাজ করছেন, ঘুরছেন, জীবনটাকে উপভোগ করছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে এমনটাই ধারণা পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys