নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৬ বছর আগে হারানো পার্স ফেরত পেয়েছেন কলিন ডিসটিন নামের এক নারী। ১৯৭৫ সালে একটি মুভি থিয়েটারে তিনি এটি হারিয়েছিলেন। পরে সম্প্রতি থিয়েটারটি রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় পার্সটি খুঁজে পাওয়া যায়। রবিবার (৬ জুন) এখবর দিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, টম স্টিভেনস নামের এক কর্মী পার্সটি থিয়েটারের এক নিচু কোণায় দেখতে পান। এটির ভেতরে একটি কনসার্ট টিকেট এবং একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। পাওয়ার সময় কোনো টাকা ছিল না পার্সে। পরে এগুলোর ছবি তুলে তিনি থিয়েটারটির ফেসবুক পেজে পোস্ট করে মালিককে খোঁজার চেষ্টা করেন।
পার্সের মালিক কলিন জানান, তিনি অনলাইনে প্রচুর লোকের কাছ থেকে শুনেছিলেন এবং সোশ্যাল মিডিয়ার পোস্টটি সম্পর্কে একটি কল পেয়েছিলেন। তিনি পোস্টের কয়েক ঘন্টা পরে জানিয়েছিলেন, পার্সটি তার ছিল। ১৯৭৫ সালে তিনি এটি হারিয়েছিলেন।