1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

২৭ জুলাই বিএনপির মহাসমাবেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: আগামী ২৭ ‍জুলাই রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ জন্য দুটি জায়গার কথা জানিয়ে পুলিশের কাছে চিঠি পাঠিয়েছে দলটি।

আজ সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, আগামী ২৭ জুলাই নয়াপল্টনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে চায় বিএনপি। আজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর পাঠানো চিঠিতে উল্লেখিত দুটি স্থানের যেকোনো একটিতে মহাসমাবেশ করার আঙ্ক্ষা ব্যক্ত করেছে বিএনপি।

তবে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে এখনো জায়গা নির্দিষ্ট করে দেয়নি ডিএমপি।

এর আগে গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঘোষণা করেন, আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে দলটি।

জানা গেছে, আগামী ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করবে যুবলীগ। গতকাল রোববার যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys