নিউজ ডেস্ক: ঘুর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হন ভোলার ২২ জেলে। এর মধ্যে একজন জীবিত উদ্ধার হন। ১৫ দিন পেরিয়ে গেলেও বাকি ২১ জনের সন্ধান মেলেনি।
নিখোঁজ জেলেদের পরিবার থেকে দাবি করা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সংবাদ জানানো হচ্ছে না। কেউ তাদের খোঁজ নিচ্ছে না। তবে নিখোঁজ জেলেদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গত ২০ অক্টোবর চরফ্যাশনের নুরাবাদ গ্রামের সৈয়দ মাঝির ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান জেলেরা। ওই ট্রলারে ছিলেন ২২ জেলে। ২৪ অক্টোবর সকাল ১টার দিকে ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন তারা।
প্রথমবার সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন পেশায় কাঠমিস্ত্রি ইব্রাহিম। তার স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, ‘কাঠমিস্ত্রীর কাজ করতো সে (ইব্রাহিম)। কাজ না থাকায় প্রথমবারের মতো সাগরে মাছ শিকারে যায়। কিন্তু ঝড়ের দিন তাদের ট্রলার ডুবে যায়। ট্রলার ডুবির পর থেকে তাকে ফোনে পাচ্ছি না। মাছ ধরতে যাওয়ার আগে বলেছিল, কিছু টাকা দেনা আছি, ফিরে এসে সেই দেনা শোধ করব, তোমরা চিন্তা কর না। স্বামী সেই যে গেল, আর ফিরে এল না। এখন আমার দুই ছেলে ও এক মেয়েকে কে দেখবে? কে সংসার চালাবে?’
লালমোহনের পাঙ্গাশিয়া গ্রামের নিখোঁজ জেলে বাবুলের মা শাহিনুর বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘সাগরে মাছ শিকারে গিয়ে ছেলে ফিরে এল না। তার কোনো খোঁজ পাইনি। শুনেছি ট্রলার ডুবে গেছে। সে কোথায় আছে? তার স্ত্রী ও দুই সন্তানকে কে দেখবে?’
তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের একমাত্র উপার্জনকারী নিখোঁজ জেলে সালাউদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম। তিনি বলেন, ‘ধার করে নতুন ঘর তুলেছি, এখন কে দেখবে আমাদের। পরিবারে তিনি উপার্জন করতেন। এখন আমাদের দেখার কেউ নেই। আমরা সরকারের কাছে দাবি জানাই, নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধার করা হোক। আমরা অসহায় হয়ে পড়েছি।’
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, ‘ট্রলার ডুবিতে নিখোঁজ ২১ জেলের বিষয়ে জেনেছি। আমরা তাদের সন্ধান পেতে মৎস বিভাগসহ বিভিন্ন স্পটে যোগাযোগ রাখছি। তাদের উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ধান পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘২১ জেলে নিখোঁজের বিষয়টি আমাদের জানা আছে। নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের উদ্ধারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত।’