1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

১০ মাসে ৪৩ বার করোনা পজিটিভ এক ব্যক্তির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস পরীক্ষায় টানা ৪৩ বার রিপোর্ট পজিটিভ এসেছে। টানা ১০ মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল থাকতে হয়েছে ওই ব্যক্তিকে। হাসপাতাল আর বাড়ি ছোটাছুটি করতে করতে অবশেষে সম্প্রতি ব্রিটেনের ওই ব্যক্তি করোনামুক্ত হয়েছেন। টানা এতদিন করোনা আক্রান্ত থাকার

অভিজ্ঞতা আর কারও হয়েছে কিনা, সেটি জানা না গেলেও এমনটি সত্যিই কষ্টকর বিষয়।

ইংল্যান্ডের ব্রিস্টলের ৭২ বছর বয়সী ডেভ স্মিথ গত বছরের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে সাত বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেভ বলেন, একসময় মৃত্যু নিশ্চিত বুঝে পরিবারের সবাইকে ডেকে পাঠিয়েছিলাম বিদায় জানানোর জন্য।

যতবারই ডেভের করোনা পরীক্ষা করা হয়েছে, ততবারই তার রিপোর্ট পজিটিভ এসেছে। টানা ১০ মাস ধরে একজন কীভাবে করোনায় আক্রান্ত হতে পারেন, তা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এড মোরান জানান, ডেভের শরীরে করোনা ভাইরাস অত্যন্ত ‘সক্রিয়’ ছিল। শেষ পর্যন্ত ককটেল অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে ডেভকে সুস্থ করে তোলা হয়। ডেভের দেহে কীভাবে ভাইরাস সক্রিয় ছিল, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys