1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

স্মার্ট দেশ গড়তে বিনিয়োগ বান্ধব পরিবেশ চান প্রবাসীরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ ও নিরাপত্তা চান প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী সমাজ। গতকাল বুধবার ঢাকা ক্লাবের স্যামসন সেন্টারে ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত “এনআরবি বিজনেস নাইটস ২০২২” সম্মেলনে এ দাবী জানান উপস্থিত প্রবাসী ব্যবসায়ী নেতারা।

 

 

ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশনের কো-অর্ডিনেটর আবু তাহিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সমাজ কল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধামন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলী অবজারভারের সম্পাদক ইকবাল সোবাহান চৌধূরী, পোল্যান্ডে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মুহাম্মাদ মাহফুজুর রহমান, সাবেক সিনিয়র জেইল সুপার ফরমান আলী ও বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক এম রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রবাসী ব্যবসায়ী নেতারা ।

সভায় প্রথমে শুভেচ্ছা বক্তব্য দিয়ে অতিথিদের বরণ করে নেন ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম। এরপর বক্তারা প্রবাসীদের নানা সংকট ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অনেক অবদান আছে। প্রবাসী ব্যবসায়ীদের সুবিধার জন্যই ১০০টি রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিয়াল জোন করা হচ্ছে। যথাযথ মাধ্যমে ও নিয়ম অনুযায়ী আসলে হয়রানি হবেনা কেউ। সরকার সবসময় আহবান জানাচ্ছে প্রবাসীদের দেশে বিনিয়োগ করার জন্য।

প্রধান মন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসী দের ভূমিকা অপরিসীম।মুক্তি যুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল দেশে। এসব সংকট মোকাবেলা করে ত্রিশ লক্ষ শহীদের সপ্ন পূরণ করে চলছেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের জন্য সরকার নানা কাজ করে যাচ্ছে। ব্যাংক প্রতিষ্ঠা, সিআইপি পদবী দেয়ার পাশাপাশি ইকোনমিক জোনে প্রবাসীরা অগ্রাধিকার পাচ্ছেন।রাজনৈতিক বৈরিতা থাকবে কিন্তু এ সংকট অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবে না। প্রবাসীদের যেকোনো সমস্যা তুলে ধরার জন্য মিডিয়া ভূমিকা রাখবে।

এসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যে প্রবাসী ব্যাবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নানারকম আমলা তান্ত্রিক জটিলতায় পড়ার কথা উল্লেখ করে এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

উপস্থিত ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ ইউরোপের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক লেনদে বৃদ্ধি করা, প্রবাসীদের জন্য আলাদা ইকোনমিক জোন নির্মান, প্রবাসীদের বিনিয়োগের ভবিষ্যৎ ইতিবাচক প্রক্ষেপন চিত্র তুলে ধরা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রবাসীদের জন্য যতটা করার কথা বলা হয়, ততটা আসলে করা হয় না বলেও তারা দুঃখপ্রকাশ করেন।

বৈদেশিক নিয়োগ, বিনিয়োগ, বিমান বন্দরে সকল প্রকার যাত্রী হয়রানী বন্ধ, প্রবাসীদের বিদেশ যাত্রার জন্য করনীয় কার্যাবলী সহজ করা সহ নানা বিষয়ে ইতিবাচক মতবিনিময় করেন উপস্থিত সকলে।

অনুষ্ঠানে বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী, প্রবাসীদের নিয়ে বিশেষভাবে কাজ করা সাংবাদিক ও গণমাধ্যম কর্মীবৃন্দদের “এনআরবি নাইটস ২০২২” স্বারক সম্মাননা দেওয়া হয়। পুরষ্কার হস্তান্তর করেন প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ও এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধূরী সেলিম।

সবশেষ ঘোষনায় এনআরবি নাইটস ২০২৩ এ যোগ দেয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন এসোসিয়েশনের কো-অর্ডিনেটর (ডিজিটাল) এন আই মাহমুদ। তিনি ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশনের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে লক্ষ্য রাখার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys