1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন ও মিলন মেলা সম্পন্ন সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা ফ্রান্সে মৌলভীবাজার জেলা বিএনপি পরিবারের উদ্যোগে কানাডা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিম আহমেদকে সংবর্ধনা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ফ্রান্সে ফ্রান্সে শিশুতোষ ‘ইপিএস কমিউনিটি মেধা অন্বেষণ’ অনুষ্ঠান সম্পন্ন অভিভাবক সমাবেশে শিক্ষার আলো ছড়াল বাংলাদেশ কমিউনিটি মসজিদ প্যারিসে ২৫তম ট্রপিক্যাল কার্নিভাল উদযাপন ফ্রান্সের চাহিদাসম্পন্ন পেশার জন্য দরকারি তথ্য

স্পিনারদের ‘নো-বল’ বিগ ক্রাইম : সাকিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’ এমন প্রবাদ শোনা যায় অহরহ। কিন্তু কখনও কখনও নো-বলে জীবন পেয়েও ইতিহাস রচিত হয়, বনে যান নায়ক। অস্ট্রেলিয়ার ওয়ার্নার নো-বলে জীবন পেয়ে কয়েকবার তো রেকর্ডই করেছেন। কিন্তু সেই নো-বল যখন স্পিনাররা দেন তখন সেটিকে বিগ ক্রাইম বলা যায়। এমনটাই বলেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার দুবাইয়ে ডু ওর ডাই ম্যাচে ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ১৮৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে জীবন পান মেন্ডির। পরবর্তী সময়ে ভয়ংকর হয়ে উঠতে থাকেন মেন্ডিস। সেই মূহুর্তে স্পিনার শেখ মেহেদী হাসানের বলে মেন্ডিসের ব্যাট স্পর্শ করে কিপারের গ্লাভসবন্দি হলে শুরু হয় উদযাপন। পরবর্তী সময়ে আম্পায়ার ঘোষণা দেন নো বল! দুই-দুবার জীবন পাওয়া মেন্ডিসই বনে যান ম্যাচ জয়ের নায়ক। স্পিনার মেহেদীর এমন নো-বলকে ক্রাইম বলেছেন সাকিব। সাকিব বলেন, ‘কোনো অধিনায়কই নো বল চায় না। নো বল ক্রাইম, স্পিনাররা নো বল করলে বিগ ক্রাইম। আমরা আজ অনেক ওয়াইড ও নো বল করেছি।’

‘সামনে এসব নিয়ে কাজ করতে হবে। আমাদের বোলিংয়ে শৃঙ্খলা ছিল না। চাপের মুখে আমরা ধরতেই পারছিলাম না কী করব। সামনে ভালো করতে হলে এসব শুধরাতে হবে। – যোগ করেন সাকিব।

এছাড়াও শেষ ওভারে আবারও নো-বল করে বসেন মেহেদী। এতে হতাশ সাকিব। এমনকি মেহেদীর এমন নো-বলকে অপরাধ বলেন সাকিব। তিনি বলেন, ‘মেহেদী হাসান ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। চাপের মধ্যেও ভালো করেছেন। স্পিনারদের নো বল করা অপরাধ। আমরা অনেক নো বল ও ওয়াইড বল করেছি। আমার মনে হয় আমরা চাপের মধ্যে ছিলাম।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys