নিউজ ডেস্ক: ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’ এমন প্রবাদ শোনা যায় অহরহ। কিন্তু কখনও কখনও নো-বলে জীবন পেয়েও ইতিহাস রচিত হয়, বনে যান নায়ক। অস্ট্রেলিয়ার ওয়ার্নার নো-বলে জীবন পেয়ে কয়েকবার তো রেকর্ডই করেছেন। কিন্তু সেই নো-বল যখন স্পিনাররা দেন তখন সেটিকে বিগ ক্রাইম বলা যায়। এমনটাই বলেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার দুবাইয়ে ডু ওর ডাই ম্যাচে ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ১৮৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে জীবন পান মেন্ডির। পরবর্তী সময়ে ভয়ংকর হয়ে উঠতে থাকেন মেন্ডিস। সেই মূহুর্তে স্পিনার শেখ মেহেদী হাসানের বলে মেন্ডিসের ব্যাট স্পর্শ করে কিপারের গ্লাভসবন্দি হলে শুরু হয় উদযাপন। পরবর্তী সময়ে আম্পায়ার ঘোষণা দেন নো বল! দুই-দুবার জীবন পাওয়া মেন্ডিসই বনে যান ম্যাচ জয়ের নায়ক। স্পিনার মেহেদীর এমন নো-বলকে ক্রাইম বলেছেন সাকিব। সাকিব বলেন, ‘কোনো অধিনায়কই নো বল চায় না। নো বল ক্রাইম, স্পিনাররা নো বল করলে বিগ ক্রাইম। আমরা আজ অনেক ওয়াইড ও নো বল করেছি।’
‘সামনে এসব নিয়ে কাজ করতে হবে। আমাদের বোলিংয়ে শৃঙ্খলা ছিল না। চাপের মুখে আমরা ধরতেই পারছিলাম না কী করব। সামনে ভালো করতে হলে এসব শুধরাতে হবে। – যোগ করেন সাকিব।
এছাড়াও শেষ ওভারে আবারও নো-বল করে বসেন মেহেদী। এতে হতাশ সাকিব। এমনকি মেহেদীর এমন নো-বলকে অপরাধ বলেন সাকিব। তিনি বলেন, ‘মেহেদী হাসান ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। চাপের মধ্যেও ভালো করেছেন। স্পিনারদের নো বল করা অপরাধ। আমরা অনেক নো বল ও ওয়াইড বল করেছি। আমার মনে হয় আমরা চাপের মধ্যে ছিলাম।’