1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন ও মিলন মেলা সম্পন্ন সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা

সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরষ্কার পাচ্ছেন সুমা দাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

আমাদেরকথা ডেস্ক: আজ বুধবার (১৩ সেপ্টেম্বর ) ড. সৈয়দ মুজতবা আলী’র ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি, গান ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ব কবিমঞ্চ। উক্ত অনুষ্ঠানে, প্রবাসে কবিতায় বিশেষ অবদান রাখার জন্য কবি ও সংগীত শিল্পী সুমা দাসকে ‘সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরষ্কার ২০২৩’ প্রদান করা হবে।

সুমা দাস সবার কাছেই পরিচিত একজন জনপ্রিয় সংগীত শিল্পী হিসেবে। এই গুণী শিল্পী বর্তমানে স্বামীর সাথে ফ্রান্সের প্যারিসে বসবাস করলেও জন্মগ্রহণ করেছিলেন সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তার বাবা মা দু’জনেই পেশায় শিক্ষক ছিলেন। ছোটোবেলাতে তার গানের প্রথম হাতেখড়ি হয় তার মায়ের কাছেই। পরবর্তীতে, সংগীত শিক্ষক মধুজিৎ ভট্টাচার্য্যের কাছে গান শিখেন। ছোটবেলা থেকেই জড়িত ছিলেন লালসূর্য্য খেলাঘর আসরের সাথে।

১৯৯২, ‘৯৩ ও ‘৯৪ সালে, বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত মৌসুমী সংগীত প্রতিযোগিতায় তিনবার জেলা পর্যায়ে রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে সেরা শিশুশিল্পী হিসেবে নির্বাচিত তিনি। শিশু শিল্পী হিসেবে গান গেয়েছেন সিলেট বেতারেও।

এছাড়াও, ছোটোবেলায় তিনি আরো বহু পুরষ্কার ও সার্টিফিকেট অর্জন করেন তার সংগীত দক্ষতার নিদর্শন হিসেবে।

শিক্ষার্থী হিসেবেও তুখোড় মেধাবী ছিলেন সুমা। তাই, পরে লেখাপড়ার জন্য গান নিয়মিত আর গাওয়া হয় নি তার। মেধাবী এই শিল্পী কিছুকাল একটি ডিগ্রী কলেজে শিক্ষকতাও করেছিলেন। মাঝেমাঝে বিটিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলে ও অনুষ্ঠানে গান গাইতেন। অনুষ্ঠান উপস্থাপনায় ও ছিলো তার সরব উপস্থিতি। গানই তার প্রাণ। তাই এখনো গান চর্চায় নিয়োজিত রেখেছেন নিজেকে।

তবে এতকিছুর মাঝে তার আরো একটি বড় পরিচয় তিনি একজন কবিও। তিনি প্রথম লেখা শুরু করেন কুলাউড়া সাহিত্য পত্রিকা অনুপ্রাসে। শিল্পাঙ্গনে তাঁর সবচেয়ে প্রিয় জায়গা হলো সাহিত্য। অপরদিকে তিনি জাতীয় কবিতা পরিষদের সদস্য।

প্রবাস জীবনে, ফ্রান্সের সাংস্কৃতিক অঙ্গনেও আলো ছড়িয়ে যাচ্ছেন এই বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী। আর এবার তাই লেখালেখির স্বীকৃতি স্বরূপ পেতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরষ্কার ২০২৩।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys