সুরাইয়া নাজনীন: সুদিন ফিরেছে বাংলা সিনেমার। তৈরি হচ্ছে ভালো সিনেমা এবং সে কারণে হলে ফিরছে দর্শক। প্রতিবছর বাংলা সিনেমা গানিতিক হারে বেশি মুক্তি পাচ্ছে। জানা যায়, ২০২০ সালে মুক্তি পেয়েছিল ১৫টি সিনেমা। ২০২১ সালে সিনেমা মুক্তির সংখ্যা দাঁড়ায় ৩২টি। ২০২২ সালে এ পর্যন্ত মুক্তি পেয়েছে ৪৯টি সিনেমা। ২০২৩ শেষ না হতেই মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা এসে দাঁড়িয়েছে ৭০ এ। তাহলে বলতেই হয় বাংলা সিনেমার আসলেই এখন সুদিন।
এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল মোঃ ইকবাল পরিচালিত ও প্রযোজিত এবং অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘কিলহিম’। ছবিটি ঈদে মুক্তির পর ব্যাপক সাফল্য পায়। এবার দ্বিতীয় ছবি ঘোষণা দিলেন প্রযোজনা প্রতিষ্ঠান। ‘কিলহিম ২’ তে অনন্ত জলিলের নায়িকা এবারো বর্ষা।
কিলহিম ২ আসছে সর্বোচ্চ বাজেটের বাংলা সিনেমা। পরিচালক ইকবাল ও অনন্ত জলিলের ভক্তদের জন্য এটা বড় খবরই বটে। তাছাড়া এই ছবিতে সহোযোগী প্রযোজক হিসেবে থাকছেন সাত্তার আলি সুমন (শাহ্ আলম)। যিনি শাহ্ গ্রুপ লিমিটেডের মালিক। তিনি অনেক দিন থেকে ফ্রান্সে ব্যবসায়িক কাজ করে যাচ্ছেন।
‘কিলহিম’ ছবি তৈরির পর পেরিয়ে গেছে তিন মাস। সে সময় ছবির প্রযোজক ও পরিচালক ইকবাল বলেছিলেন, কিলহিম ছবির নায়ক অনন্তের চরিত্রটি ঠিক রেখে ভিন্ন গল্পে ছবিটির কাজ শেষ করা হবে।
ছবির পরিচালক মোঃ ইকবাল জানালেন, কিলহিম ২ ছবির লোকেশন দেখতে আমরা এখন ফ্রান্সে আছি। এছাড়াও আমরা সাত্তার আলি সুমন (শাহ্ আলম) ভাইয়ের সাথে ছবি নিয়ে আলোচনা করছি। এটি শীঘ্রই শুরু করতে যাচ্ছি।
সহোযোগী প্রযোজক সাত্তার আলি সুমন বলেন, কিলহিম ২ ছবির সহোযোগী প্রযোজক হিসেবে থাকতে পেরে ভালো লাগছে। শিল্প সংস্কৃতির নতুন আঙ্গিকটাই তুলে ধরতে চাই। হারিয়ে যাওয়া বাংলা সিনেমার সুদিন ফিরতে শুরু করেছে। সামনে আরও ভালো খবর আসবে আশা করি।