নিউজ ডেস্ক: হাসপাতাল-ক্লিনিকে রোগী ভর্তি না করায় একের পর এক রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এর প্রতিবাদে কফিন হাতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চৌহাট্টা পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসা না দিয়ে রোগীর মৃত্যু হত্যার শামিল। ক্লিনিক-হাসপাতাল রোগীর ভরসার আশ্রয়স্থল। এ সব প্রতিষ্ঠান শুধু হুজুগি গলাকাটা, কসাইখানা হতে পারে না। বিনা চিকিৎসায় মারা যাওয়া এক রোগীর পরিবারের সদস্য ইমতিয়াজ হোসেন আরাফাত বলেন, পূণ্যভূমি সিলেটে আমরা চাচির মতো আর কারো মৃত্যু দেখতেদ চাই না।
পাবলিক ভয়েসের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে আবু সালেহ মো. তাহেরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- এমদাদুল হক স্বপন, মাসুক আহমদ, দুলাল আহমদ, ক্ষ্যাপা ফয়েজ আহমদ বেলাল, সৈয়দ আমির আলী, হাসান আহমদ, মইনুল আহমদ, সুয়েব আহমদ, আব্দুল হাসিব, নির্ঝর রায়, মুন্না ঘোষ, আজিজ খান সজিব, মাজহারুল ইসলাম মোর্শেদ, কামরুল হাসান চৌধুরী তুহিন, রুবেল ইসলাম, ইবনে জাহান তানভীর, আবু বকর সিদ্দিক, রুমেল আহমদ সুমন, রনি পাল, প্রদিপ পাল, সামাদ আহমদ সাজু, পান্না ঘোষ, বাইন উদ্দিন, ইমন আহমদ, সাদ্দাম হোসেন লিটু, সাদ্দাম আহমদ, সুহেল আহমদ, শেখ আরমান আহমদ। খবর: যুগান্তর