নিউজ ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও হাটসভা করেছে স্থানীয় আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে বাঁকড়া আঞ্চলিক আওয়ামী লীগের (হাজিরবাগ, বাঁকড়া, নির্বাসখোলা ও শংকরপুর) উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে বল্লা হাইস্কুল প্রাঙ্গণ থেকে প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে আবুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে র্যালি বের হয়।
পথিমধ্যে হাজিরবাগে মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য আবুল ইসলামের কবর জিয়ারত শেষে বাঁকড়া জে.কে হাইস্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বাঁকড়া বাজারে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও হাটসভা অনুষ্ঠিত হয়।
হাটসভার প্রধান অতিথি সাবেক এমপি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মনির বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করেছি। সকল নেতাকর্মীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি।
কিন্তু আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রীর ওপর অভিমান করে অনুগ্রহ করে বাংলাদেশকে ধ্বংস করবেন না। দেশ ও জাতির বৃহৎ স্বার্থে আগামী নির্বাচনে জগৎসেরা উন্নয়নবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্য থাকাকালীন সময়ে (২০১৪-১৮) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করেছি। ৯০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন হয়েছে।
চৌগাছা হাসপাতালকে মডেল হাসপাতালে উন্নীত হয়েছে। ফায়ার সার্ভিস ভবন, ভূমি অফিস, পৌর ভূমি অফিস, উপজেলা অডিটোরিয়াম, দুই উপজেলায় দুটি মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ, অনুমোদিত হয়েছে মডেল মসজিদ, মিনি স্টেডিয়াম।
অ্যাড. মনির বলেন, ঝিকরগাছা, চৌগাছা উপজেলায় শতভাগ বিদ্যুৎ, চৌগাছার ফুলসারাকে শতভাগ পাঁকা সড়কে উন্নীতকরণসহ ১৪৭টি রাস্তা পাঁকাকরণ ও অধিকাংশ রাস্তা ডিপিপিভুক্ত করেছি,
৩২৯ কোটি টাকা ব্যয়ে যশোর-বেনাপোল মহাসড়ক, ঝিকরগাছা কপোতাক্ষ সেতু, হাড়িয়াদেয়াড়া সেতু আমার আমলে হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসায় লাখ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদসহ বীর মুক্তিযোদ্ধাগণ,
ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান-মেম্বারবৃন্দ।