1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

সাত্তার আলী সুমনের অনবদ্য অধ্যায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

আমাদেরকথা ডেস্ক: বাংলাদেশি প্রবাসীদের সম্মান আইফেল টাওয়ারের উচ্চতায় নিয়ে উঠলেন ব্যবসায়ী নেতা সাত্তার আলী সুমন (শাহ আলম)। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। এ উপলক্ষে বিশ্বের নানান দেশে আইসিসি বিশ্বকাপ ট্রফিটি উন্মোচিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার ট্রফিটি উন্মোচিত হলো ফ্রান্সে।

 

ফ্রান্সের আইফেল টাওয়ারের উপরে অবস্থিত এক রেস্টুরেন্টে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ট্রফি উন্মোচন উপলক্ষে রেস্টুরেন্টটিতে এক বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্স ক্রিকেট বোর্ড আয়োজিত অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক হওয়ার গৌরব লাভ করেছেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম ও এসোসিয়েশন আমাদের প্যারিসের প্রেসিডেন্ট জনাব সাত্তার আলী সুমন (শাহ আলম)।

 

এই প্রথম কোনো বাংলাদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠান এত বড় কোনো অনুষ্ঠানের স্পন্সর সহযোগী হওয়ার সুযোগ লাভ করলো। অন্যান্যদের পাশাপাশি জনাব সুমন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন।

শুরুতেই ফ্রান্স ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষের এ অনন্য উদ্যোগের প্রশংসা করে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। আইসিসি ক্রিকেটের ইতিহাসে তার প্রতিষ্ঠনা স্থান করে নিচ্ছে অনুভব করে তিনি উচ্ছাস প্রকাশ করেন। ইউরোপে আন্তর্জাতিক ক্রিকেটের প্রসার এখন দৃশ্যমান হচ্ছে এবং এটি আশাব্যঞ্জক হারে বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

বিভিন্ন দেশের উঠতি প্রজন্ম এখন ক্রিকেটকে দৈনিন্দিন ক্রিড়াঙ্গনের অংশ করে নিচ্ছে উল্লেখ করে তিনি আনন্দ প্রকাশ করেন। ফ্রান্স ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শাহ গ্রুপ এর কর্ণধার সাত্তার আলী সুমনের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

 

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেয়া বিশেষ অতিথিবৃন্দ এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আইসিসি বিশ্বকাপের এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ফ্রান্স ক্রিকেট বোর্ডের উর্ধতন কর্মকর্তা ও নানান দেশের কূটনীতিকরা সহ অন্যান্য অনেক গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

এই প্রথম ফ্রান্সের এরূপ একটি অনন্য উচ্চতার অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠানের সহযোগী ছিল বাংলাদেশী প্রতিষ্ঠান; বিষয়টি বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys