1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

সাকিবের শাশুড়ি মারা গেছেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

মেয়ে আলাইনা হাসানের স্কুল খুলে যাওয়ায় সাকিব এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। শাশুড়ির পাশে ছিলেন সাকিবের স্ত্রী শিশির ও তাদের ছেলেমেয়ে।

দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন সাকিব আল হাসানের মা, শাশুড়ি ও তিন সন্তান অসুস্থ হয়ে পড়েন। ওয়ানডে সিরিজ শেষে সাকিব দেশে ফিরে আসেন। সাকিবের মা শিরিন আক্তার আগে থেকেই হার্টের সমস্যায় ভোগায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়। বড় মেয়ে আলাইনা হাসান ঠাণ্ডা জ্বরে আক্রান্ত ছিল। তারা সবাই পরে সেরে উঠলেও ক্যানসারে আক্রান্ত শাশুড়ির আর ফিরলেন না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys