1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

শেষকৃত্যে কারা আসেন জানতে মৃত্যুর নাটক করেন তিনি!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: শেষকৃত্যে কে কে আসেন-তা দেখতে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন এক ব্যক্তি। বিভিন্ন রিপোর্টের বরাতে বলা হয়েছে, ব্রাজিলের ওই ব্যক্তি আত্মীয় ও বন্ধুবান্ধবের মাঝে নিজের মৃত্যুর ভুয়া খবর প্রচার করেন। মৃত্যুর পর তাকে কারা দেখতে আসেন-তা জানতেই এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানানো হয়েছে। খবর এপিএন নিউজের।

খবরে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে এ ঘটনা ঘটে তবে ১৮ জানুয়ারি ঐ ব্যক্তির শেষকৃত্যের মাধ্যমে তার এই নাটকের অবসান হয়। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি তার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভুয়া মৃত্যুর খবর প্রচার করেন। এরপর তার শেষকৃত্যও অনুষ্ঠিত হয়। পুরো এই পরিকল্পনা একাই সাজিয়েছেন বলে রিপোর্টে বলা হয়েছে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম বালথাজাল লেমোস, চলতি মাসের শুরুর দিকে তিনি ফেসবুকের মাধ্যমের তার ভুয়া মৃত্যুর খবর প্রচার করেন। এমন খবর শুনে লেমোসের এক আত্মীয় দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং জানতে চান কী করে লেমোসের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানান, লেমোস হাসপাতালে ভর্তি হননি তখন পরিস্থিতি ঘোলাটে হওয়া শুরু করে।

লেমোসের এক বন্ধুও তার মৃত্যুর কারণ ফেসবুকে জানতে চান, কিন্তু এর কোনও উত্তর পান না। তবে লেমোসের মৃত্যুর কারণ জানানো না হলেও তার শেষকৃত্যের সময়, স্থান জানানো হয় ফেসবুকে।

এরপর লেমোসের শহরে যখন তার শেষকৃত্য শুরু হয় তখন তার বন্ধু ও পরিবারের অনেকে আসা শুরু করেন। কিন্তু হুট করে আত্মীয়দের সামনে কফিন থেকে বেরিয়ে পরেন লেমোস এবং তিনি ব্যাখ্যা করেন কেন তিনি এমনটি করেছেন। তবে অনেকেই তার এমন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys