নিউজ ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হাত্যাকারী তাতসুইয়া ইয়ামাগামি (৪১) ইউটিউব দেখে অস্ত্র বানানো শিখেছেন। আবেকে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তৈরি করার সময়ও ইয়ামাগামি ইউটিউব দেখছিলেন বলে জানা গেছে। এ হত্যাকাণ্ডের তদন্ত সংশ্লিষ্টরা রোববার জাপান টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
জাপান টাইমস বলছে, তদন্তকারী সূত্র জানিয়েছে, গ্রেপ্তার শুটার তাতসুইয়া ইয়ামাগামি বাড়িতে তৈরি একটি বন্দুক ইউটিউব দেখে দেখে পরীক্ষা করে দেখছিলেন। একটি ধর্মীয় গোষ্ঠীর নেতাকে হত্যা করতে তিনি এই অস্ত্র তৈরি করেন।
হত্যাকারীর দাবি, ওই নেতা তার মায়ের সঙ্গে প্রতারণা করেছেন। তার মায়ের কাছ থেকে ‘বিশাল অনুদান’ নিয়ে দেউলিয়া করে দিয়েছেন। এবং তিনি বিশ্বাস করেন এর সঙ্গে শিনজো আবেও যুক্ত ছিলেন।