1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

শিক্ষক নিপীড়ন ও শিক্ষক হত্যার প্রতিবাদে প্যারিসে উদীচীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে গত ১৩ জুলাই ২০২২ বুধবার প্যারিস সময় বিকাল ৩ টা ৩০ থেকে ৬ টা পর্যন্ত ঐতিহাসিক রিপাবলিক চত্বরে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টী ফ্রান্স সংসদের আহ্বানে এই বিক্ষোভ সমাবেশে প্যারিসস্থ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন।

 

স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের প্রতীকী ভাস্কর্যের পাদদেশে উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলালের পরিচালনায় সমাবেশে অংশগ্রহণ করেন একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদ, HRCBM (ফ্রান্স চ্যাপটার ), হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফ্রান্স শাখা, আবৃত্তি সংগঠন অক্ষর, কমিউনিটি সংগঠন ইপিএস বাংলা (ফ্রান্স ), বাংলাদেশ মা দূর্গা সার্বজনীন ঐক্য পরিষদ (ফ্রান্স )।

সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্যারিসের ইনালকো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডঃ ফিলিপ বেনোয়া, কবি- সাংবাদিক-সাংস্কৃতিক সংগঠক এবং প্রাক্তন অধ্যাপক আবু জুবায়ের মোঃ মির্তিল্লাহ।

উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনির কাদির, উদীচীর উপদেষ্টা মণ্ডলীর বিশিষ্ট জনদের মধ্যে জহির হোসেন ভূঁইয়া , সলিমুল্লাহ সিদ্দিকী রানা, দীপক নিকোলাস গোমেজ।

সমাবেশে সংহতি প্রকাশ করে প্রতিবাদী বক্তৃতা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফ্রান্স শাখার সভাপতি বাবু স্বদেশ বড়ুয়া চন্দন, ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশী বুদ্ধিস্ট স্পেন কো-অর্ডিনেটর বাবু বিপ্লব বড়ুয়া, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন এর পক্ষ থেকে দীপন মিত্র , মহামায়া সার্বজনিন পুজা পরিষদের পক্ষ থেকে অবনি দাস (গোপাল), HRCBM ফ্রান্স চ্যাপটারের সভাপতি রজত রায় রাজু , ইপিএস বাংলা-র সভাপতি এলান খান চৌধুরী এবং সাংস্কৃতিক সংগঠক জুয়েল দাশ লেনিন।

 

সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন অল ইউরোপিয়ান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু উদয়ন বড়ুয়া, একাত্তর মুক্তিযোদ্ধা চেতনা সংরক্ষণ পরিষদের আহবায়ক তাপস বড়ুয়া রিপন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সুশীল বনিক, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সোয়েব মোজাম্মেল, অক্ষর এর সভাপতি মোহাম্মদ গোলাম মুর্শেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফ্রান্স উদীচীর সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রায়হান, সম্পাদক মন্ডলীর সদস্য দুলাল চন্দ মিশেল, শুভাশিস রায় শুভ, তপন দাস, কার্যকরী পরিষদ সদস্য শুভ মুৎসুদ্দি, উত্তম কর্মকার, সদস্য মিজানুর রহমান লাভলু, নন্দন কুমার ধর।

সমাবেশে বক্তারা বাংলাদেশে শিক্ষক নির্যাতন ও শিক্ষক হত্যার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং এই সকল ঘটনার দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানান। বক্তারা ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর এবং প্রগতিশীল ব্যক্তিবর্গের উপর মৌলবাদীদের হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং হিংসাত্মক এই সকল ঘটনার বিরুদ্ধে প্রসাশনের কার্যকর ভূমিকা পালনের দাবি করেন।

 

বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির এই সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা না নিতে পারলে দেশের অবকাঠামোর উন্নয়ন সত্ত্বেও লক্ষ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়ে যাবে। পরিশেষে সভার সভাপতি মৌলবাদীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সচেতন মহলের নীরবতা ভাঙার আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys