নিউজ ডেস্ক: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করছেন।
এ ঘটনার পর তার অনুসারীদের লাঠিসোঁটা হাতে নগরীতে ঢুকতে দেখা গেছে। তারা শহরের দক্ষিণপ্রান্ত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু, নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাশিপুর ও নগরীর তালতলী ফেরিঘাট দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করে। তবে পুলিশের বাধায় তারা শহরের প্রবেশ করতে পারেনি।
নগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘কাশিপুর এলাকা দিয়ে ফয়জুল করীমের সমর্থকরা প্রবেশের চেষ্টা পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। পরে সেখানে বিক্ষোভ করেন।
এছাড়া হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভ করেন তার সমর্থক। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা ফয়জুল করীমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও তার কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। সকাল থেকেই নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় খুলনা ও বরিশাল সিটির ভোট পর্যবেক্ষণ করছেন তারা।