নিউজ ডেস্ক: প্রয়াত ক্রিকেটার মোশাররফ রুবেলের অবুঝ সন্তান রুশদানের এখনও বোঝে না তার বাবা নেই। এখনও বাবার জন্য অপেক্ষা করে থাকে সে।
ব্রেন টিউমারে তিন বছর ভুগে গত ১৯ এপ্রিল না ফেরার দেশে চলে গেছেন জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।
রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা জানালেন, ছেলেকে বাবার মতো ক্রিকেটার বানাবেন তিনি। এটা রুবেলই স্বপ্ন ছিল।
যে করেই হোক প্রয়াত স্বামীর এই স্বপ্নপূরণে চেষ্টা করে যাবেন বলে জানালেন রূপা।
শুক্রবার সংবাদমাধ্যমকে রূপা বলেন, ‘রুবেলের খুব ইচ্ছা ছিল ছেলেটাকে ভালো ক্রিকেটার বানানোর। আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব একজন ক্রিকেটার হিসেবে তৈরি করার। মেয়র বলেছেন, পারিবারিক অভিভাবক হিসেবে উনি থাকবেন সবসময়। আমরা হয়ত বিসিবিকেও পাশে পাব।’
ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর বাড়িধারায় রুবেলের বাড়িতে যান মেয়র আতিকুল। এ সময় রুবেলের স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন।
তিনি রুবেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মেয়র আতিকুলও চান, রুশদান বড় হয়ে তার বাবার মতো ক্রিকেটার হোক।
তিনি বলেন, রুবেলের ছেলে রুশদান তার বাবার শূন্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আশা করি। আমি এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকব এবং সিটি করপোরেশন এই পরিবারের যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবে।
রুবেলের কবরটিও স্থায়ী করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ঈদের পরেই বোর্ডসভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।