1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

রাণী রাসমণির করোনা জয়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘রাণী রাসমণি’ দিতিপ্রিয়া। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হয়েই অংশ নিলেন ফটোশুটে। সেজেছেন নীল রঙের পোশাকে। কানে ঝকঝকে দুল। হাল্কা মেকআপ। ছোট চুল। আভিজাত্য আর পাশ্চাত্যের সাহসিকতা মিলেমিশে একাকার।

অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন সে কথা, ‘আমার মুকুট পরা রানিমার সাজে তোমরা মুগ্ধ। আমি মুগ্ধ তোমাদের হতচকিত নৈঃশব্দে’। অনুরাগীরাও দেখছেন সেই ভিডিও। সঙ্গে এক রাশ শুভেচ্ছা।

দিতিপ্রিয়ার কোভিডের সূত্রপাত সম্ভবত তার বাবার থেকেই। তিনি উপসর্গহীন হওয়ায় প্রথমে কেউ বুঝতেই পারেনি। যখন ধরা পরে তত দিনে তিনি প্রায় সুস্থ। বাবার থেকেই আক্রান্ত হন দিতিপ্রিয়ার মা। তিনি ২ দিন জ্বরে ভুগেছেন।

দিতিপ্রিয়ারও ২ দিন গলা খুশখুশ, মাথা ব্যথা ছিল। সর্দি-গর্মি হলে যেমন অস্বস্তি লাগে ঠিক তেমন অনুভূতি শরীরে। তার পরেই আচমকা স্বাদ-গন্ধহীন হয়ে পড়েন তিনি। এর বেশি উপসর্গ যদিও ছিল না তার। সেই সময় নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যাবতীয় নিয়ম মেনে চলছেন।

সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys