নিউজ ডেস্ক: রাইজিং স্টার ক্রিকেট ক্লাব ফ্রান্স পঞ্চম বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসের বটতলা রেস্টুরেন্টে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাসির উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচারের কর্ণধার সেলিম রেজা, বিকল্প ধারা ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্স জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার জুবাইদ আহমেদ, ফ্রান্স ৯৩ বিভাগীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাবিদ রহমান মিন্টু।
বিশিষ্ট সাংস্কৃতিবিদ সাব্বির রহমান, এম এইচ ফুড এর কর্ণধার মাহমুদুল হাসান জয়সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। ক্লাবটির স্পন্সর হিসেবে রয়েছেন শাহ গ্রুপ এবং বাংলা অটো স্কুল।
অনুষ্ঠানে বক্তারা ক্লাবটির বিগত দিনের কার্যক্রম এবং সাফল্য তুলে ধরেন। তারা আরও বলেন ফ্রান্সে বাংলাদেশের ক্রিকেট ক্লাবগুলো যেভাবে ক্রিকেটকে তুলে ধরছে আগামীতে ফ্রান্স জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশীদের অবদান বড় ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। পরে সকলের মাঝে জার্সি এবং ক্যাপ দেয়া হয়। সবশেষে ছিল রাতের খাবারের আয়োজন।