নিউজ ডেস্ক: চাকরি হারিয়ে পোশাক খুলে নারীদের প্রতিবাদ
চাকরি হারানো এবং বেতন কেটে নেওয়ার বিরুদ্ধে নিজেদের পোশাক খুলে প্রতিবাদ জানিয়েছেন ইতালির ফ্লাইট অ্যাটেনডেন্টরা। এই প্রতিবাদে অংশ নেন অন্তত ৫০ জন নারী।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ইতালির রাজধানী রোমের ক্যাম্পিডোগলিওতে এ প্রতিবাদ জানানো হয়। ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাদের আলইতালিয়া ইউনিফর্ম পরে দাঁড়ানোর পর তা খুলে ফেলেন।
‘আলইতালিয়া’ তাদের কার্যক্রম বন্ধ করার পর এবং আইটিএ এয়ারওয়েজ ইতালিতে ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে স্থান নেওয়ার পর সংবাদটি প্রকাশ্যে আসে।
আলইতালিয়ার সবাই নতুন এয়ারলাইনে কাজ পাননি। আলইতালিয়ার ১০ হাজার ৫০০ কর্মীর মধ্যে ২ হাজার ৬০০ জন কাজ পেয়েছেন আইটিএ এয়ারওয়েজে।
আইটিএ এয়ারওয়েজের নতুন অ্যাটেনডেন্ট সিএনএনকে বলেন, যারা নতুন এয়ারলাইনে চাকরি পেয়েছেন, তারা তাদের জ্যেষ্ঠতা হারিয়েছেন, তাদের বেতন কেটেছে এবং তারা কখন কাজ শুরু করবেন, সেটাও জানানো হয়নি।
আইটিএ প্রেসিডেন্ট আলফ্রেডো আল্টাভিলা বলেন, সব কর্মচারী তাদের চুক্তির শর্তাবলীতে একমত হয়েছেন।