1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

যেভাবে নিউ মার্কেটে আগুনের সূত্রপাত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বহু দোকান। সবশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ে সময় লাগবে।

এদিকে মার্কেটে কীভাবে আগুন লেগেছে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ।

একটি বেসরকারী টেলিভিশনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের লোকজন রাত ৩টার সময় ব্রিজ ভাঙতে আসে। ব্রিজের ওখানে আমাদের যে ১ হাজার কেবির বিদ্যুতের লাইন আছে, ওই লাইন তারা খেয়াল না করে ওই লাইনের ওপর যখন তারা বুলডোজার লাগাল তখনই আগুনের সূত্রপাত হয়েছে।’

তারা কোনো পরিকল্পনা না করে এই ব্রিজ ভাঙার কাজ শুরু করায় এই আগুনের সূত্রপাত হয়েছে বলেও অভিযোগ করেন নিউ সুপার মার্কেটের মালিক সমিতির সভাপতি।

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। এরপর সকাল ৯টা ১০ মিনিটে ২৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এক ব্রিফিংয়ে বলেন, ‘মার্কেটে লাগা ভয়াবহ আগুন আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ে সময় লাগবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, কাজ চলছে।’

তিনি জানান, উৎসুক জনতার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে। সেই সঙ্গে তিনি রাজধানীর সব মার্কেটের ব্যবসায়ীদের সতর্ক থাকতে বলেছেন।

ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, ‘ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ভলান্টিয়ারসহ আমাদের ১২ জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমাদের মনযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটাররা আহত হয়েছেন। আমরা আপনাদের জন্যই কাজ করছি।’

ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করেন র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys