নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের রোগমুক্তি কামনায় ফ্রান্সের রাজধানী প্যারিসে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ফ্রান্স আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনের সার্বিক উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ দীর্ঘদিন থেকে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাথে যুক্ত রয়েছেন।
বর্তমানে তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।