1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

যাদেরকে বিচ বলা হয়েছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মেহেদী দিয়ে তার হাতে লেখা একটি বাক্য নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়।

বুধবার সকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হয়ে আসে তিনি। কারাগার থেকে বেরিয়ে একটি ছাদ খোলা গাড়িতে করে ঢাকার দিকে চলে যান পরীমনি, আর তখন তার পরনে ছিল সাদা টি-শার্ট এবং মাথায় সাদা পাগড়ির মতো করে জড়ানো একটি কাপড়।

এ সময় তিনি কারও সঙ্গে কথা না বললেও উপস্থিত হওয়া ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে। ছবিতে দেখা যায়, পরীমনির হাতে ইংরেজিতে লেখা ছিল – ডোন্ট (ভালোবাসার হৃদয়সূচক তিনটি চিহ্ন) মি বিচ। এরপর হাতের মধ্যাঙ্গুল প্রদর্শনের একটি চিহ্ন।
ছবিটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আর সাথে সাথে পরীমণির হাতে মেহেদী দিয়ে লেখা বাক্যটি নিয়ে সরব হয়ে ওঠেন নেটিজেনরা।

অভিনেত্রীর ওই লেখা এবং ছাদখোলা গাড়িতে তার অভিব্যক্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, অনেকেই এসব ছবি শেয়ার করতে শুরু করেন।

বনানীর বাসায় ফেরার পর আরও নানা বিষয়ের পাশাপাশি হাতের ওই লেখাটি নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরীমণি।

ওই লেখার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন জানতে চাওয়া হলে পরীমনি বলেন, ডেফিনেটলি এটা তো একটা বার্তাই ছিল।

তিনি বলেন, এত কথা তো বলতে পারছিলাম না ওখানে বসে, মনে হলো এভাবে পৌঁছাইয়া দেই সবাইকে। এখন এটা দেখে যে মনে করবে, যার মনে হবে, আমাকে বলছে মনে হয়, ওর জন্যেই বলছি আমি।

কাদেরকে ‘বিচ’ বলা হয়েছে জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, বিচের সংখ্যা তো অনেক লম্বা, নির্দিষ্ট করে কীভাবে বলবো?’

গুগল জানায় ‘বিচ’ শব্দের একাধিক বাংলা অর্থ হতে পারে – যেমন মাদী কুকুর, দুশ্চরিত্রা।

পরীমনি বলছেন, ‘যারা বিচ, তাদের উদ্দেশ্য করে লেখা। যে যে বিচ, যারা মনে করে আল্লাহ, আমাকে এটা আমাকে লিখছে কিনা, সে-ই বিচ। বিচের সংখ্যা তো অনেক বড়, অনেক লম্বা।

তিনি বলেন, দেখেন না যখন আমি অ্যারেস্ট হইলাম তখন এক রকম অ্যাকটিভিটিজ। আবার যখন জামিন পেলাম, তখন অন্যরকম অ্যাকটিভিটিজ। ওরা হইল বিচ।

পরীমনি আরও বলেন, ওদের ভালোবাসার দরকার নেই। মুখে এক, মনে এক – ওদের ভালোবাসার দরকার নেই। যারা আমাকে ভালোবাসে, তারা আমার পাশে থাকলেই হবে।

কারাগার থেকে বেরিয়ে নিজের হাতে ওই লেখাটি তিনি নিজেই লিখেছেন বলে জানান পরীমনি।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ও কারাগারে যেভাবে তাকে সময় কাটাতে হয়েছে, কয়েকদিন পর সবাইকে তার বিস্তারিত জানাবেন। এটা নিয়ে ডেফিনিটলি কথা বলবো। আমাকে তো কথা বলতেই হবে। এটা আমার দায়বদ্ধতা। কিন্তু আমার কিছু সময় লাগবে।

তিনি আরও বলেন, অনেক লম্বা কথা আছে, আমি বলতে চাই। সত্যি সত্যি বলতে চাই, ডেফিনিটলি আমি বলবো।

ফেইসবুকে ঝড়

পরীমনি কারাগার থেকে বের হওয়ার পর তার হাতের লেখা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে।

অনেকেই এই লেখাকে পরীমনির সাহসী একটি প্রতিবাদ হিসাবে বর্ণনা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন লিখেছেন, Don’t love me – bitch এর চেয়ে মধুর প্রতিশোধ আর হয় না। শুধু পরীমণির উপর করা অবিচারের পাল্টা না এটা, হাজার বছর ধরে বাঙ্গালী নারীর সাথে করে আসা প্রেমের নামে সকল হিপোক্রিসি এবং সামাজিক সাংস্কৃতিক অত্যাচার অবমাননার মুখে এর চেয়ে সপাট চড়ের কথা আমি কল্পনায় আনতে পারছি না। স্যালুট! আজ থেকে, মেহেদি রাঙ্গা হাতের ভিন্ন আরেক অর্থও তৈরি হলো।

ঝুমা চৌধুরী লিখেছেন, আই লাভ হার ড্যাম কেয়ার অ্যাটিট্যুড অ্যান্ড গাটস।

ফিজিওথেরাপিস্ট মহসিনা মায়া লিখেছেন, আমি ঠিক করেছি, আমি এ লেখা ট্যাটু করবো হাতে…এ ছবি দেখার পর নিজের মধ্যে একটা বল/শক্তি কাজ করেছে নিমিষে। এ সমাজের মুখে এতো শক্ত করে চড় মারতে খুব কম মেয়ে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys