নিউজ ডেস্ক: মোসাদ্দেকের স্পিন ঘূর্ণিতে ইনিংসের তৃতীয় ওভারের মধ্যেই তিন টপ অর্ডার হারিয়ে বেশ চাপে পড়েছে গেছে জিম্বাবুয়ে।
২.৩ ওভারে জিম্বাবুয়ের ওপর তৃতীয় আঘাতটি হানলেন তিনি। চাকাভা ও মেধেভেরের পর ক্রেইগ আরভিনকেও ফেরালেন। ফেরার আগে রানের খাতায় মাত্র ১ রান যোগ করেছিলেন।
টি-টোয়েন্টিতে এর আগে কখনও দুই উইকেটের বেশি না পাওয়া মোসাদ্দেক হোসেন প্রথম তিন ওভারেই ধরেন তিন শিকার। স্বাভাবিকভাবেই যা তার ক্যারিয়ার সেরা।
এই প্রতিবেদন লেখা অবধি ৪ ওভার শেষে ১৫ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ১ ও শেন উইলিয়ামস ৮ রানে অপরাজিত আছেন।