নিউজ ডেস্ক: ‘মীরাক্কেল’ খ্যাত কমেডিয়ান অভিনেতা জামিল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি সহকর্মীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ঊর্মিলা বলেন, ‘ডাক্তার নিশ্চিত করেছেন জামিল ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। তবে তিনি আগের থেকে কিছুটা ভালো আছেন। বাকি চিকিৎসা চালছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
এদিকে, হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় জামিল জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
জানা গেছে, গত তিন ধরে অসুস্থ ছিলেন জামিল। এ সময় তিনি বাসাতেই ছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তার অবস্থা গুরুতর হলে তাকে একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর অভিনেতা ডা. এজাজুল ইসলামের পরামর্শে নেওয়া হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। বর্তমানে এ অভিনেতা সেখানেই ভর্তি আছেন। আজ শুক্রবার সকাল ৯টার ফ্লাইটে একটি নাটকের শুটিংয়ের জন্য জামিলের কক্সবাজার যাওয়ার কথা ছিল।
দেশের জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। মীরাক্কেল মঞ্চ থেকে নেমে নিয়মিত অভিনয় করছেন নাটক-চলচ্চিত্রে। অথচ কমেডি আর গানের মিশেলে দারুণ পরিচিতি গড়ে উঠেছিল তার। কলকাতা থেকে ঢাকায় ফিরে জামিল অভিনয়ে জড়িয়ে পড়েন। ইতোমধ্যে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।