নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিল গতকাল। এদিন রাত ৯টা ১৫ মিনিটে ‘সারপ্রাইজ’ হিসেবে ফেসবুকের সুবাদে হবু বরের সঙ্গে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গতকাল রাতেই তাদের বাগদান হয়েছে।
মিমের হবু বরের নাম সনি পোদ্দার। তিনি কুমিল্লার ছেলে, পেশায় ব্যাংক কর্মকর্তা। বুধবার হবু বরের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে মিম লিখেছেন, ‘আমার সব হাসি তোমার সঙ্গে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড।’
মিমের ভাষ্য, ‘গতকাল আমাদের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও আমার খুব কাছের কয়েকজন মানুষ। আমার হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার মানুষ। সে একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। আগামী বছর বিয়ের অনুষ্ঠান হবে আশা করছি।’
হবু বর সনি পোদ্দারের সঙ্গে কিভাবে পরিচয়? জানতে চাইলে ‘আমার আছে জল’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমার এক বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে প্রথম পরিচয়। তারপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। অবশেষে দু’জনই পরিবারকে বিষয়টি জানাই। বাবা-মায়ের সিদ্ধান্তে সবকিছু হয়েছে। আর জন্মদিনের বিশেষ দিনটি বেছে নিয়েছি বাগদানের ঘোষণা দেওয়ার জন্য।’
উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে তিনি শোবিজে পা রাখেন। ২০০৮ সালে ‘আমার আছে জল’ দিয়ে সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। এ পর্যন্ত বেশ কিছু আলোচিত ও সফল সিনেমায় দেখা গেছে তাকে।