1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন ও মিলন মেলা সম্পন্ন সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা

মা হতে যাচ্ছেন পরীমণি, বাবা কে?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: পরীমণি মা হতে যাচ্ছেন। পরী মণির সন্তানের বাবা শরিফুল রাজ। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

সেলিম দেশ রূপান্তরকে বলেন, ‘পরীমণি মা হতে যাচ্ছে এটা সত্য। কবে কখন তারা বিয়ে করেছে সেটা আমরা জানি না। আমাদেরকে জানানো হয় নাই। তিন চার দিন আগে আমি জানতে পেরেছি তারা বিয়ে করেছে ও পরী মণি মা হতে যাচ্ছে। তাদের জন্য শুভ কামনা রইল।’

পরীমণি জানান, কিছুদিন আগে আমি টের পেয়েছি আমি মা হতে যাচ্ছি। আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার নিশ্চিত করেন। সেই সঙ্গে ডাক্তার আমাকে এখন সাবধানে চলতে বলেছেন। আপাতত কাজ করছি না। নিজের সন্তানকে ভালোভাবে পৃথিবীতে আনতে চাই। একটা সুস্থ সুন্দর বাচ্চা যেন পাই সেই প্রত্যাশা করছি।’

এদিকে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করে শরিফুল রাজ পরীমণিকে অভিনন্দন জানিয়েছেন। রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ, ধন্যবাদ পরী।’

এদিকে পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তাঁরা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।

২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পরীমণি। এই সিনেমায় পরীর নায়ক ছিলেন জায়েদ খান। কোনো সিনেমা মুক্তির আগেই ‘রানা প্লাজা’ সিনেমায় কাজ করে আলোচনায় এসেছিলেন পরীমণি। এরপর আরও ভালোবাসবো তোমায়, অন্তর্জ্বালা, স্বপ্নজালসহ একাধিক দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করেন পরীমণি।

গত বছরের আগস্ট মাসে নাসির ইউ মাহমুদ এর সঙ্গে ঝামেলায় জড়িয়ে আলোচনায় আসেন পরী। এরপর মাদক মামলায় জড়িয়ে জেলও খাটেন তিনি। মামলাটি এখনও বিচারধীন রয়েছে।

অপরদিকে শরিফুল রাজ মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। রেদওয়ান রনী পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমায় অভিনয়ের ভেতর দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সর্বশেষ গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনীন’ সিনেমায় পরীমণির বিপরীতে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys