নিউজ ডেস্ক: মানুষ গড়ার কারিগর ছিলেন তিনি। বিশাল আকাশের মতো মন। কালো এক দমকা হাওয়ায় জীবনের প্রদীপ নিভে গেল। তার হাসি যেন মায়ের, তার হাসিতে নুইয়ে যেত মমতায়।
শিক্ষার বাতিঘর ইসমাত সুলতানার এভাবে চলে যাওয়াতে অসংখ্য শিক্ষার্থী আজ বাকরুদ্ধ। চোখের জলে স্মৃতির পাতা হাতড়াচ্ছেন। তিনি ছিলেন বিপদের বন্ধু। কাছের মানুষ কোন অসুবিধায় থাকলে তিনি সর্বাত্মক চেষ্টা করতেন পাশে থাকার।
ইসমাত সুলতানা আজ বুধবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন অরনি বিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল। শিক্ষকতা করেছেন অগ্রনী বিদ্যালয় এবং বি এ এফ শাহীন কলেজে। ভীষণ আন্তরিক, মমতাময়ী এই মানুষটির বিদায়ে তাঁর পরিবার, সহকর্মী, অসংখ্য শিক্ষার্থীসহ সবাই শোকাহত। দেশবাসীর কাছে তাঁর পরিবারের সকলে দোয়া প্রার্থনা করেছেন। তিনি যেন জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারেন।