নিউজ ডেস্ক: ভক্তের মোবাইল ছুঁড়ে ফেলা ও পশ্চিমবঙ্গের পূজামণ্ডপ ইস্যুতে গত সোমবার মুখ খুলেন সাকিব আল হাসান। নিজের ইউটিউব চ্যানেলে ঘটনা দুটির ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ক্ষমা প্রার্থনাও করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকে বলছেন সাকিব ঠিক করেছেন, আবার কেউ কেউ বলছেন ঠিক করেননি।
এবার এই ইস্যু জানার পর চুপ থাকলেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিস্ফোরক এক টুইট করেছেন তিনি। কঙ্গনা প্রশ্ন রেখে লিখেছেন, মন্দিরে এত ভয় কেন? কোনো কারণ তো থাকবে? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না।