1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী : দীপিকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

ডেস্ক: ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নির্যাতিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে বিজেপির তোপের মুখে পড়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। দীপিকার নতুন ছবি ‘ছপাক’ বয়কটের ডাক দিয়েছেন ক্ষমতাসীন নেতারা।

শুধু এখানেই থেমে থাকেনি বিজেপি। দীপিকার প্রায় এক দশক আগেকার একটি ভিডিও খুঁজে বের করেছেন তারা।

সেখানে এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল, ‘কোনো যুব নেতার কথা বলবেন, যিনি ভাল কাজ করছেন?’

দীপিকার উত্তর ছিল, ‘রাজনীতির বিষয়ে বেশি জানি না। যেটুকু টিভিতে দেখি, তাতে রাহুল গান্ধী আমাদের দেশের জন্য যা করছেন, তা উৎকৃষ্ট উদাহরণ। আশা করি, এক দিন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন।’

এরপর তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি চান রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন? কেন বিশেষ করে তিনি?’ জবাবে দীপিকা বলেছিলেন, ‘নিশ্চয়ই (প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে)। ঐতিহ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি যুবকদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন।’

এদিকে বিজেপির কর্মকাণ্ড দেখে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, ‘বিজেপি কি মনে করে, ছবির প্রচারের জন্য দীপিকার নাগপুরের আরএসএস সদর দফতরে যাওয়া উচিত ছিল? বিশ্ববিদ্যালয়ে অশান্তি হচ্ছে, খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেন ছাত্রদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন না? ছাত্রদের রোষ দূর করার চেষ্টা করেছেন তাঁরা? উল্টে তো আক্রান্তদের বিরুদ্ধেই মামলা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys